সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা নিয়ে সিলেট বিভাগ গঠিত। এ বিভাগের প্রায় ২ মিলিয়ন লোক প্রবাসে বিশেষ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশ সমূহে অবস্থান করেন। প্রবাসীদের সেবা প্রদান করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যার ভিত্তিতে ১৯৭৩ সালে সিলেট শহরের জিন্দাবাজারে প্রথমে অস্থায়ী ভিত্তিতে একটি অফিস প্রতিষ্ঠিত হয়। যা পরবর্তীতে ১৯৯৭ সালে সিলেট আন্তর্জাতিক বিমান বন্দর রোডের মজুমদারীতে স্থায়ী অফিস প্রতিষ্ঠিত হয়। ৬ষ্ঠ তলা বিশিষ্ট অফিসের নিচ তলায় সেলস কাউন্টার ও কার্গো অফিস এবং ২য় তলায় অন্যান্য শাখা অবস্থিত। জেলা ব্যবস্থাপকের নিয়ন্ত্রাধীনে এখানকার সব কার্যক্রম পরিচালিত হয়। তাছাড়া এই অফিসের আওতাধীন মৌলভীবাজারে একটি অফ লাইন স্টেশন রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS